কয়েকটি প্রয়োজনীয় কমান্ড জেনে নিন আর কাজ করুন কম সময়ে অনেক সহজে!!! - computercomplex

Breaking

Flag counter

Flag Counter

কয়েকটি প্রয়োজনীয় কমান্ড জেনে নিন আর কাজ করুন কম সময়ে অনেক সহজে!!!

 “আসসালামু আলাইকুম”

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।

আমরা কম্পিউটারে দ্রুত কাজ সম্পাদন করার জন্য অনেক ধরনের কমাণ্ড ব্যাবহার করে থাকি।তো আজ আমি আপনাদের সে রকমই কিছু কমান্ড জানাতে চলে আসলাম আশা করি কমান্ড গুলো আপনার ভাল লাগবে এবং আপনি কমান্ড গুলো দ্বারা উপক্রিত হবেন। আজ কিছু প্রয়োজনীয় সিস্টেম ইউটিলিটি কমাণ্ড ও ডস কমাণ্ডের প্রয়োগ দেখাব। আশা করি এগুলো ব্যাবহার করে আপনারা আপনাদের কাজ আরো দ্রুত সম্পন্ন করতে পারবেন।
সমস্ত সিস্টেম ইউটিলিটি কমান্ডগুলো Run প্রোগ্রামের সঙ্গে খুলুন Windows button এবং R একসঙ্গে চেপে ধরে রান চালু করুন তারপর কমাণ্ড লিখুন।


সিস্টেম ইউটিলিটি কমান্ড তালিকা দেখুন,চাইলে আপনি PDF আঁকারে ডাওনলোড করে রাখতে পারেন।
Msconfig = সিস্টেম কনফিগারেশন টুল চালু করতে ব্যাবহার করুন।
Diskmgmt.msc = ডিস্ক ম্যানেজমেন্ট চালু করতে ব্যাবহার করুন।
Devmgmt.msc = ডিভাইস ম্যানেজার ওপেন করতে ব্যাবহার করুন।
Compmgmt.msc = কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করতে ব্যাবহার করুন। 
Control = কন্ট্রোল প্যানেল চালু করতে ব্যাবহার করুন। 
Sysdm.cpl = সিস্টেম প্রোপারটিজ দেখতে ব্যাবহার করুন।  
Regedt32 or regedit = রেজিস্ট্রি এডিটর ওপেন করতে ব্যাবহার করুন। 
dfrgui.exe = ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে ব্যাবহার করুন।  
cleanmgr.exe = ডিস্ক পরিস্কার করতে ব্যাবহার করুন।


মাইক্রোসফটএর ডস কমান্ডতালিকাbr /> রান থেকে Cmd লিখে মাইক্রোসফট এর কমান্ড প্রম্পট খুলে ডস কমাণ্ডগুলো প্রয়োগ করা হয়।
Dir = ফাইল এবং ফোল্ডার তালিকা দেখতে ব্যাবহার করুন।  ।
Cd = এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেতে ব্যাবহার করুন।
Mkdir / md = নতুন ফোল্ডার তৈরী করতে।ব্যাবহার করুন। 
Copy = ফাইল কপি করতে ব্যাবহার করুন। 
Xcopy = ফোল্ডার সহ ফাইল কপি করতে ব্যাবহার করুন।  ।
Del = কোন ফাইল মুছে ফেলতে ব্যাবহার করুন। 
Rmdir = ফাইল সহ ফোল্ডার মুছে ফেলতে ব্যাবহার করুন। 
Edit = টেকস্ট ফাইল তৈরী ও এডিট করতে ব্যাবহার করুন। 
Type = ফাইল ওপেন না করে ফাইলের বিষয়বস্তু দেখতে ব্যাবহার করুন। 
Move = ফাইল অন্য কোথাও মুভ করতে ব্যাবহার করুন। 
Rename / ren = ফাইল এবং ফোল্ডার রিনেম করতে ব্যাবহার করুন। 
Chkdsk = ডিস্ক এরর চেক এবং রিপেয়ার করতে ব্যাবহার করুন। 
Format = ডিস্ক পার্টিশন ফরমেট করতে ব্যাবহার করুন। 
Convert = FAT32 ফাইল সিস্টেম থেকে NTFS Files system এ কনভার্ট করতে ব্যাবহার করুন। 
Attrib = ফাইলের attributes ম্যানেজমেন্ট এর জন্য ব্যাবহার করুন।  ।
Shutdown = কম্পিউটার শাটডাউন করতে ব্যাবহার করুন।

আজ এ পর্যন্তই জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।আমি চেষ্টা করেছি আপনাদের ভাল লাগাতে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
আপনার কাছে যদি সামান্য সময় থাকে তবে একবার ঘুরে আসতে পারেন আমাদের পেইজ থেকে ।
[বিঃদ্রঃ-আপনার যেকোন সমস্যা ওয়ালে পোস্ট করতে পারেন,আমরা সর্বোত্তম চেষ্টা করব সমস্যা সমাধানের]


পেইজে প্রবেশ করতে এখানে ক্লিক করুন———>

facebook-iconwww.facebook.com/computercomplex


ডাউনলোড লিংকঃ