প্রথমবারের মতো কার্বন ন্যানোটিউব প্রযুক্তির (সিএনটিএস) কম্পিউটার তৈরি করলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক-বিট ও এক-নির্দেশ (ইনস্ট্রাকশন) প্রগ্রাম বুঝতে সক্ষম কম্পিউটারটিতে একটি চিপ এবং ১৭৮টি কার্বন ন্যানোটিউব ফিল্ড
-ইফেক্টের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। একটি মাত্র ইন্নস্ট্রাকশন বা নির্দেশেই চলবে, তাই একে বলা হচ্ছে ‘সাবনেগ’ প্রযুক্তির কম্পিউটার।
সাধারণত দুটি সরু গ্রাফাইন পাত বা শিট রোল করে একটি টিউবের মধ্যে ভরে তৈরি হয় কার্বন ন্যানোটিউব প্রযুক্তির ইলেকট্রনিকস পণ্য। প্রযুক্তিটি নিয়ন্ত্রণ করে একটি ইলেকট্র্রিক ফিল্ড। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনভাবে সিএনটিএসভিত্তিক কম্পিউটারটির প্রসেসর তৈরি করেছেন যেন এতে অফ-চিপের সিলিকন মেমোরিও ব্যবহার করা যায়। এর সিএনটিএস প্রসেসরটির ক্লক স্পিড হচ্ছে এক কিলোহার্টজ।
সূত্র : ইন্টারনেট
-ইফেক্টের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। একটি মাত্র ইন্নস্ট্রাকশন বা নির্দেশেই চলবে, তাই একে বলা হচ্ছে ‘সাবনেগ’ প্রযুক্তির কম্পিউটার।
সাধারণত দুটি সরু গ্রাফাইন পাত বা শিট রোল করে একটি টিউবের মধ্যে ভরে তৈরি হয় কার্বন ন্যানোটিউব প্রযুক্তির ইলেকট্রনিকস পণ্য। প্রযুক্তিটি নিয়ন্ত্রণ করে একটি ইলেকট্র্রিক ফিল্ড। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনভাবে সিএনটিএসভিত্তিক কম্পিউটারটির প্রসেসর তৈরি করেছেন যেন এতে অফ-চিপের সিলিকন মেমোরিও ব্যবহার করা যায়। এর সিএনটিএস প্রসেসরটির ক্লক স্পিড হচ্ছে এক কিলোহার্টজ।
সূত্র : ইন্টারনেট