আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের টাইমলাইনে অন্য কেউ ট্যাগ করেছেন বাজে বা বিরক্তিকর স্ট্যাটাস।আপনি জানেন না অথচ আপনার ফটতে ট্যাগ করা হচ্ছে।যা আপনার জন্য খুব খারাপ।বর্তমানে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন এতে আপনার অনুমতি ছাড়া আর কেউ আপনার ফটো বা টাইমলাইনে ট্যাগ করতে পারবে না।এ জন্য আপনাকে যা করতে হবে নিচে দেওয়া হল।
প্রথমে Settings এ যেতে হবে।
এর পর বাম পাশের অপশন থেকে Timeline and Tagging এ ক্লিক করুন।
এরপর Review posts friends tag you in before they appear on your timeline এখানে off থাকলে on করে দিন।
আপনার কাজ শেষ।এর পর আপনাকে আর কেউ আপনার অনুমতি ছাড়া ট্যাগ করতে পারবেনা।
আজ এ পর্যন্তই। ভাল থাকুন,সুস্থ থাকুন।